পাটগ্রামে রাতের আঁধারে শতাধিক গাছ কর্তনের অভিযোগ

আপডেট: December 10, 2023 |
inbound7769593547633703174
print news

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে পুর্ব শত্রুতার জেরে শতাধিক ফলন্ত আম গাছ কর্তন করার অভিযোগ উঠেছে ২য়  ঘরের সন্তানের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার উফারমারা গ্রামের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুছা আলীর দিতীয় স্ত্রী শাপলা বেগম তার নিজ ভোগ দখলীয় জমিতে দীর্ঘদিন ধরে  প্রায় ৩ শতাধিক আম গাছের বাগান করে আসছে।

কিন্তু গত ৪ ডিসেম্বর  রাতে প্রায় শতাধিক গাছ কর্তন করার অভিযোগ উঠেছে  মুছা মিয়ার প্রথম স্ত্রীর সন্তান আশেকী আজমেরী নয়নের বিরুদ্ধে।

এনিয়ে পাটগ্রাম থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেছেন শাপলা বেগম।

এ বিষয়ে নয়ন দাবী করে বলেন, আমার পিতা অসুস্থ থাকার কারনে আমার ২য় মা শাপলা বেগম জাল দলিল করে ওই জমি ভোগ করছেন। তবে আমরা গাছ কাটার বিষয়ে কিছু জানিনা।

এবিষয়ে ভুক্তভোগী শাপলা বেগম বলেন আমার স্বামী ওই জমি আমার নামে কবলা সূত্রে দলিল করে দেন।

কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান নয়ন দীর্ঘদিন ধরে ওই জমি দখল করার চেষ্টায় ব্যার্থ হয়ে গত ৪ ডিসেম্বর রাতে নয়ন সহ কয়েকজন মিলে আমার প্রায় শতাধিক আম গাছ কর্তন করে নষ্ট করে ফেলে।

আমি এই ঘটনার সুষ্ট তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রশাসনের কাছে অনুরোধ করছি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর