ঠাকুরগাঁওয়ে প্রায় চৌদ্দ’শ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট: December 11, 2023 |
inbound1017643619176109910
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রায় চৌদ্দ’শ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তারা আরো বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙ্গের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জন্মের পর ছয়মাস পর্যন্ত মায়ের শাল দুধ খাওয়ানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যন্ত প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন।

এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো আবদুল হান্নান, মেডিকেল অফিসার ডা: শিরিন আক্তারসহ জেলা গণমাধ্যমকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর