জয়পুরহাটে কারাবন্দি নেতাকর্মীর পরিবারের পাশে বিএনপি নেতা ফয়সল আলিম
আপডেট: December 27, 2023
|


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়পুরহাটের সন্তান রুহুল আমিন সোহেল ও জয়পুরহাট জেলা ও পাঁচবিবি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নির্যাতিত কারাবন্দি নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোজঁ খবর নেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে এই আন্দোলনে যেসব নেতাকর্মী গ্রেফতার হবেন তাদের পাশে আমি সবসময় ছিলাম এবং থাকব। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।