জয়পুরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: December 27, 2023 |
inbound7582719777865854565
print news

জয়পুরহাট প্রতিনিধি: ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে জয়পুরহাটে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট এর আয়োজনে সদর উপজেলার হিচমী মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কমকর্তা এনামুল হক, সদর উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকতা রাফসিয়া জাহান, উপজেলার উপসহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল।

কৃষক মাঠ দিবস ২ শতাধিক কৃষক অংশ নেয়। জমিতে সার কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে কৃষক পরামর্শ দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর