জয়পুরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের দাফন সম্পন্ন


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাঁচুরচক শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সদর কমান্ডার আশরাফ আলী, পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুসার রহমান উপস্থিত ছিলেন।
মোফাজ্জল হোসেন দীর্ঘ দিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচুরচক নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দুই ছেলে চার মেয়েসহ শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা রেখে যান।