আগামীকাল চট্টগ্রামের মঞ্চে নাটক সারারাত্তির


মননে অনুরণন এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২০-এ যাত্রা শুরু হয়েছিল নাটকের দল প্রসেনিয়াম-এর।
আগামীকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিবেশন করা হবে প্রসেনিয়াম প্রযোজিত নাটক সারারাত্তির।
নাটকটি রচনা করেছেন বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।
এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন মোকাদ্দেম মোরশেদ,মিশফাক রাসেল ও জয়া। কোরিওগ্রাফিতে অংশগ্রহন করেছেন প্রবাল চৌধুরী,অনিকা ফেরদৌস,প্রিয়ন্তি দাশ পৃথা,জারিন বিনতে জসিম,সুহাইলা আফরোজ,উদাইসা মুনতাহানা,রূপকথা দাশ,জোয়ারীয়া মুস্তফা ।
আলোক পরিকল্পনা করেছেন মোসলেম উদ্দিন শিকদার আলোক প্রক্ষেপণে হ্যাপী চৌধুরী এবং মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন সিরাজাম মুনিরা স্বর্ণা।
কোরিওগ্রাফি হ্যাপী চৌধুরী আবহ পরিকল্পনায় মোকাদ্দেম মোরশেদ এবং শব্দ প্রক্ষেপনে দিদারুল আলম ও পার্থ সেন। প্রযোজনা অধিকর্রতা ফারজানা মুনমুন।