মাহতিমের নতুন গান তোকে ছাড়া বোঝে নারে গানটির ভিডিও প্রকাশিত

আপডেট: January 2, 2024 |
boishakhinews 12
print news

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। তার কণ্ঠে নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান।

মিউজিক ভিডিওটির সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনা ছিলেন সাইফুল আলম চৌধুরী। এটি নির্মিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। ক্যামেরায় ছিলেন সোহাগ গান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।

প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, ‘অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহাথিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি, দর্শক-শ্রোতা সবার গানটি ভালো লাগবে।’

Share Now

এই বিভাগের আরও খবর