হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা

আপডেট: January 18, 2024 |

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে ফাতেমা বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলার বাড়াই পাড়া গ্রামে পাশের বাড়িতে আগুন পোহাতে গিয়ে এঘটনাটি ঘটে।ফাতেমা বেগম উত্তর বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ায়ার স্ত্রী।

বৃদ্ধার ছেলে শাহ আলম জানান,প্রতিদিনের মত আজকেও পাশের বাড়িতে আগুন পোহাতে যায় আমার মা,আগুত পোহাতে গিয়ে কখন শাড়িতে আগুন লেগে যায়,বুজতে পারে নি আমার মা।যখন তিনি বুজতে পারেন,তার শাড়িতে আগুন লেগেছে ততক্ষণে তার শরীরে দাউদাউ করে আগুন লেগে যায়।

তিনি বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করলে আশে পাশে কোন মানুষ না থাকায় তার সমস্ত কাপড় পুড়ে যায় এবং তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন।পাশের বাড়ির একজন তার আর্তনাদ শুনে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডা.খিতিশ খালকো জানান বৃদ্ধার শরীরের ২৫ ভাগ পুড়ে গিয়েছে।আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর