চতুর্থ দিনেও চলছে ফেরি উদ্ধার অভিযান,নিখোঁজ সেকেন্ড ড্রাইভার

আপডেট: January 20, 2024 |
Boishakhinews24 29
print news

চতুর্থ দিনে মতো চলছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযান। ফেরিতে থাকা কয়েকটি যানবাহন উদ্ধার করা গেলেও এখনও ফেরিটিকে উদ্ধার সম্ভব হয়নি।

এছাড়া ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান মেলেনি এখনও। তাকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

এর আগে গত ১৭ জানুয়ারি সকাল ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যায় রজনীগন্ধা ফেরি। ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।

ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

পরে, ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে ফেরিটিকে উদ্ধার করার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দুটি জাহাজ রুস্তম ও হামজা।

Share Now

এই বিভাগের আরও খবর