ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট: January 21, 2024 |
inbound4305279226727766784
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সদস্যসহ গ্রেফতার ৬ ব্রিফিংয়ে পুলিশ সুপার । ২০ জানুয়ারি (শনিবার) বিকালে জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ,জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।

এসময় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত বছরের ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার জামিয়াতুল ইসলাহ আলা নাহজিব সাহাবিয়া (রা:) বালিকা মাদ্রাসার ২ জন ছাত্রী নিখোঁজ হয়। পরে এ বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়। তারই সুত্র ধরে সদর থানার এসআই (নি:) মো: এহসানুল কবিরের নেতৃত্বে একটি টিম গাজীপুরের কাশিমপুর থানার সাদরাগঞ্জ এলাকার একটি ফ্যামিলি মেস থেকে ওই ২ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় রংপুর জেলার কাউনিয়া থানার কাজীপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে মো: এরশাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪), হরিনারায়নপুর (গোয়াপাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০), বেলতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো: আনারুল (২৭) ও একই গ্রামের মো: রাজুর ছেলে হারুন ইসলাম।
এছাড়াও ভুয়া সিআইডি পরিচয় প্রদানকারী পীরগঞ্জ উপজেলার পৌর শহরের মুন্সিপাড়ার একটি বাড়ি হতে মো: পলাশ ওরফে মাসুদ রানা (৩৬) কে গ্রেফতার করা হয় বলে জানান, পুলিশ সুপার।

Share Now

এই বিভাগের আরও খবর