বগুড়ার শিবগঞ্জে পিতা হাতে ছেলে খুন

আপডেট: January 25, 2024 |
inbound6254739268290280180
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে পিতার মারপিটে মোঃ ফারাজ (২৫) নামে তাঁর এক ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে গুরুতর আহত আহত ফারাজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ফারাজ আলী শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের মোঃ সোবহান হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ জিল্লুর রহমান।

স্হানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার( ২৪ জানুয়ারি) দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে।

এ সময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়।এর একপর্যায়ে ফারাজের বাবা সোবহান আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় ভুলবশত কাঠের বাটম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পরে ফারাজ।

পরে ফারাজকে আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ফারাজের অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর জন্য পরামর্শ দেন। আজ বৃহস্পতিবার সকালে গুরুতর আহত ফারাজকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ইন্সপেক্টর জিল্লুর রহমান আরও বেলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।এছাড়া এখনো থানায় কোনো মামলাও হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর