ডিআইইউতে সরস্বতী পূজা উদযাপন

আপডেট: February 14, 2024 |

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে উৎযাপিত হয়েছে সরস্বতী পূজা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ডিআইইউ’র স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে উৎযাপিত হয় সরস্বতী পূজা।

এবারের পূজার আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটি। কমিটির সভাপতি শান্ত কুমার শাহা ও সাধারণ সম্পাদক অন্তর বর্মনের নেতৃত্বে পূজার আয়োজন ও পরিচালনা করা হয়।

সকাল থেকেই পূজা দেখতে ভিড় জমান শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

পূজার আয়োজন নিয়ে কয়েকদিন ধরেই ক্যাম্পাসে উৎসবের আমেজ ছিল। পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণপত্র বিতরণ, মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত ছিলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।

পূজার দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, রাত ১২টা ১ মিনিটে মণ্ডপ স্থাপন করা হয়। দুপুর ১২টা ১ মিনিটে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় পূজা।

Share Now

এই বিভাগের আরও খবর