ডিআইইউ’র ব্যাডমিন্টনে জয়ী ডে-২২ ব্যাচ

আপডেট: February 24, 2024 |
inbound8468487605114912969
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডে-২০ ব্যাচকে হারিয়ে বিজয়ী হয়েছে ডে-২২ তম ব্যাচ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান (বিওটি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার রফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ শাহ আলম চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শোভন সহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মানে মূলধারার শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির যথাযথ সমন্বয়।

আমরা চাই ডিআইইউ সিভিল ইঞ্জিনয়ারিং ডিপার্টমেন্ট যতটা বড় তাদের আয়োজন গুলোও ততটা বড় হোক।

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সবসময় সুস্থ প্রতিযোগিতার ভেতরে থেকে নিজেদের সুন্দর অবস্থান তৈরি করুক। তাই তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।

Share Now

এই বিভাগের আরও খবর