অনুমতি ছাড়া এমপি’র ছবি ব্যানারে ব্যবহার,থানায় অভিযোগ

আপডেট: February 25, 2024 |
inbound987677417776641156
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যকরী সংসদের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি’র ছবি ব্যবহার করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নূরনবী।

inbound388028957044630053

অভিযুক্ত শিক্ষকরা হলেন, সুধাংশু ভুষন রায়, মাসুদা আক্তার বানু,রাব্বী গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, সুলতান আহম্মেদ শিপু, আব্দুল জব্বার, মিজানুর রহমান ও আমিনুর রহমান।

এর আগে গত ১৭ফেব্রুয়ারী লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এর পক্ষে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগটি দেন শিক্ষক নূরনবী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন শাখার কার্যকরি সংসদ নির্বাচনের একাংশের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি’র ছবি অনুমতি না নিয়ে ব্যবহার করেন।

মিটিং শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

সেই ফেসবুক পোস্টের সূত্র ধরে ৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক সুধাংশু ভূষন বলেন, ছেলের কেনাকাটার জন্য আমি রংপুরে আছি। উক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য যুগ্ম আহবায়ককে দায়িত্ব দেওয়া আছে।

অভিযুক্ত শিক্ষক আব্দুল জব্বার এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

অভিযোগ কারী শিক্ষক নূরনবী বলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি স্বীকৃত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলার কমিটির বিপক্ষে শিক্ষক সুধাংশু ভূষণের নেতৃত্বে পাল্টা একটা কমিটি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

তারাই আবার অনুমতি ছাড়া এমপি মহোদয়ের ছবি বিতর্কিত প্রোগ্রামে ব্যবহার করে সম্মান হানির চেষ্টা করছেন।

হাতীবান্ধা থানার তদন্ত ওসি নির্মল চন্দ্র মোহন্ত বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর