গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশা চালক নিহত , আহত ২

আপডেট: March 4, 2024 |
inbound6476907287651779642
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভাই আজাফর আলী বলেন, রাত ১১ টার দিকে ভূরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এসময় তিন- চারজন যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। পরে একটি স্কুলের সামনে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়।

হামলায় তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ইজাফর আলী মারা যান।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিক ভাবে জানা যায় নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়েরসহ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর