ভেড়ামারায় কয়েকশ বিঘার পানবরজ পুড়ে ছাই

আপডেট: March 10, 2024 |

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশো বিঘার পানের বরজ।

রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার রায়টা পাথরঘাটা গ্রামে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এলাকাবাসীর বরাত দিয়ে এসএম রওনক নামের একজন বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১০ মিনিটের মধ্যে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কয়েকশো বিঘার ওপরে পানের বরজ পুড়ে গেছে। সব পানের বরজ পুড়ে গেছে।

কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।তবে এখনও আগুন নিয়ন্ত্রণে । ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, হঠাৎ পানের বরজে আগুন দেখতে পাই আমরা। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়ে। ১০০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। পানবরজ পুড়ে আশেপাশের বসতবাড়িতেও জ্বলছে এ আগুন। ভেড়ামারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকাশ কুমার কুন্ডু।

Share Now

এই বিভাগের আরও খবর