জয়পুরহাটে রোজায় দ্রব্যমূল্য নির্ধারণে কৃষি বিপণন কমিটির সভা

আপডেট: March 11, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন রমজানে যৌক্তিক দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নির্ধারণে কৃষি বিপনন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করা হয়।

এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সবুর আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, ভারপ্রাপ্ত পৌর মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা কৃষি বিপনন কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, প্রশিক্ষণ কর্মকর্তা খুরশিদ আলম, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার জিয়াউর রহমান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী প্রমুখ।

সভায় যৌক্তিক দ্রব্যমূল্য নির্ধারণের করা হয়।রমজানে বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চেম্বার প্রতিনিধি, মুরগী ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীকাঁচা বাজার ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর