রাজধানীর যাত্রাবাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত

আপডেট: March 15, 2024 |
inbound1404423943370506754
print news

রাজধানীতে যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে সুমি আক্তার বলেন, ভ্যানচালক আবুল কালাম ভ্যান নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী সরকারি দিগুখান প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামে। নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।

Share Now

এই বিভাগের আরও খবর