আক্কেলপুরে জাতীয় শিশু দিবস পালিত!

আপডেট: March 17, 2024 |

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (১৭মার্চ) আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দোয়া, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানা, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষার্থী, স্কাউটস ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর