মা হতে যাচ্ছেন লিজা

আপডেট: March 18, 2024 |
boishakhinews 76
print news

ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গেল বছর নভেম্বরে। এবার জানা গেল মা হচ্ছেন লিজা।

আর সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন।
লিজার বাবা হেলাল উদ্দিন বলেন, ‌লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি।

সবাই দোয়া করবেন।
লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় গায়িকা লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর