জেলা পুলিশের প্রেস ব্রিফিং ও ২৫ টি উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর

আপডেট: March 18, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হারানো মোবাইল, ভারতীয় পন্য ও মাদক দ্রব্য উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

১৮ মার্চ (সোমবার) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম) বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৭ দিনে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২৫ টি মোবাইল ফোন আইসিটি শাখা ঠাকুরগাঁও কর্তৃক উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ।

এদিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ মাদকদ্রব্যসহ বিপুল পরিমানে চোরা চালান,যার পণ্য মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১ শত টাকাসহ ভারতীয় পণ্য/ঔষধ এবং ভারতীয় মুদ্রা ১হাজার ৮ শত ৪০ রুপি উদ্ধার করা হয়েছে।

এছাড়াও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরে এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর