বগুড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু, আহত ১

আপডেট: March 22, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

২১মার্চ (বৃহস্পতিবসর) দুপুর দেড়টার দিকে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস্ (১৬) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৫)।

এছাড়াও মোটরসাইকেল থাকা জাহাঙ্গীর রহমানের ছেলে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার তিন কলেজ পড়ুয়া যুবক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়।

দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় পৌছিলো মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়।

অপরদিকে স্হানীয়রা রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে সেটও খতিয়ে দেখা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর