‘বরই দিয়ে ইফতারি’ নিয়ে গান ইউটিউবে

আপডেট: March 23, 2024 |
IMG 20240322 WA0002 1
print news

বরই দিয়ে ইফতারি নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলকালাম কাণ্ড ঘটতে চলেছ।

এবার সেই বরই দিয়ে ইফতারির উপর বেড়িয়েছে মিউজিক ভিডিও। সেখানে বরই দিয়ে ইফতারি নিয়ে কথা বলা হয়েছে।

বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর ঊর্ধ্ব গতির কারনে সাধারণ মানুষের যে ইফতারের ফলমূল কিনতে সমস্যা হচ্ছে সে বিষয়গুলোকে ইঙ্গিত করে এই মিউজিক ভিডিওটি নির্মান করা হয়েছে।

ভিডিওটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। এতে অভিনয় করেছেন কৃষ্টি মনির, মতি, জিত স্বাধীন , তন্ময় ও মুন্না।

এর আগে, খেজুর, আঙুর আর আপেলের বদলে বরই দিয়ে ইফতারের পরামর্শ দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এর পর থেকেই এর আলোচনা সমালোচনা শুরু হয় দেশজুড়ে।

Share Now

এই বিভাগের আরও খবর