সোহরাওয়ার্দী কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থীদের  ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: March 22, 2024 |
inbound6687536995993444127
print news

ক্যাম্পাস প্রতিনিধি: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের
বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ মার্চ) কলেজ প্রাঙ্গণে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের বিভিন্ন ইয়ারের প্রায় ৫০জনের অধিক  শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

এই সময় ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন
বাংলা বিভাগের প্রভাষক সঞ্চিতা সাহা।ইফাতার মাহফিলে সকল শিক্ষার্থীদের উদেশ্যে, দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মুনাজাত করেন বাংলা বিভাগের (২০১৮-১৯) সেশন শিক্ষার্থী মাসুদ রানা।

ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আকবর চৌধুরী বলেন,মাহে রমজান মাস আমাদের রহমতের মাস, এই রহমতের মাসে ইফতার মাহফিলের মতো এমন একটা আয়োজনে উপস্থিত থাকতে পেরে খুবেই ভালো লাগছে।এক সাথে অনেক গুলো মানুষ মিলিত হয়েছি।  ভালো একটা সময় কাটিয়েছি।

ইফতার মাহফিল নিয়ে আরেক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন:-এমন একটা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে।এখানে  সিনিয়ার,জুনিয়ার সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর