কলাতিয়ায় প্রাণো ভূমি পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট: March 27, 2024 |

ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়ায় সাহিত্য পত্রিকা প্রাণো ভূমি’র প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠাত হয়েছে।

মঙ্গরবার (২৬ মার্চ) সকালে কলাতিয়া ফতেনগর নূর মোহাম্মদ মডেল স্কুল চত্বরে পত্রিকাটির মোড়ক উন্মেচন করেন অতিথীরা।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেগম বেদৌরা আলী শিমুল, সভাপতি, দূনীর্তি প্রতিরোধ কমিটি কেরানীগঞ্জ থানা। বিষেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ বাবুল হোসেন, প্রধান শিক্ষক সিরাজ নগর উচ্চ বিদ্যালয় ও ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক। আরো বক্তব্য রাখেন, ডি এম এ মজিদ, শিক্ষক কলাতিয়া উচ্চ বিদ্যালয়। এম এ হোসেন মিটু। মোঃ কবির হোসেন। মোঃ মুকসেদুর রহমান মুকসেদ। তামিম আদনান। শাহাদাৎ শুক্ল। মোঃ বাদল হোসেন। অপু সুলতান। হাজী মোঃ মোহাসিন। মোঃ উজ্জল কবির। মোঃ বাবুলসহ প্রাণো ভূমি পত্রিকার সম্পাদক শাহাদাৎ হোসেন মিল্টন ও প্রাণো ভূমি পত্রিকার প্রকাশক রানা আহম্মেদ।

বক্তব্যে বক্তারা বলেন, প্রাণো ভূমি এটি একটি সাহিত্য পত্রিকা, নবীন, প্রবীন সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখা এই পত্রিকাতে স্থান পাবে, পাশাপাশি গুণিজনদের কথাও লেখনির মাধ্যমে তুলে ধরা হবে এই পত্রিকাতে। বক্তব্যে তারা আরো বলেন, কবি আবদুল হাকিম ও মঞ্চ ও টেলিভিশনে অভিনেতা ইকবাল বাবুর অনুপ্রেরণায় এই পত্রিকাটি নিয়মিত প্রকাশের উদ্দোগ গ্রহন করা হয়েছে। আগামী পহেল বৈশাখ প্রাণো ভূমির দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হবে বলে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বিষয়টি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর