স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী কলেজে শ্রদ্ধাঞ্জলি  ও আলোচনা সভা

আপডেট: March 26, 2024 |
inbound3611559254344522902
print news

ক্যাম্পাস প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী  কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এরপর অফিসার্স কাউন্সিলে শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ)সকালে দিবসটি  উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর  সকাল ১০ টা থেকে অধ্যক্ষ মোঃ মোহসিন কবীরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

inbound5767398775737524312

এরপর অফিসার্স কাউন্সিলের পক্ষ হতে সম্পাদক মোত্তালিব হোসেন ও অধ্যক্ষ নেতৃত্বে ফুল দেওয়া হয়। এছাড়াও কলেজের সকল বিভাগের পক্ষ থেকে ফুলতে শ্রদ্ধা জানানো হয়।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের পক্ষে, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে কলেজর  সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও কলেজের অন্যান্য সংগঠন বিএনসিসি, রেডরিসেন্ট,  রোভার স্কাউট, বাধন,গার্লস গাইড, এর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর