রাণীশংকৈলে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন

আপডেট: April 15, 2024 |
received 7436781579751337
print news

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঐতিহ্যবাহী ৩১তম বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। চলবে ৭ দিন ।

রোববার (১৪ এপ্রিল) রাত ৮টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল।

এসময় বৈশাখ উদযাপন পরিষদ ও মেলা কমিটির সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য (ঠাকুরগাঁও -৩) ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ।

গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন , সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সাবেক মেয়র আলমগীর সরকার, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জাপা আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, যুব লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, শিক্ষক, মেলা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখী মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর