কেন্দুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: April 18, 2024 |

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: “প্রাণি সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরিউন্নয়ন প্রকল্প( এল.ডি.ডি.পি),প্রাণি সম্পদ অধিদপ্তর এর সহযোগীতায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের  সভাপতিত্বে লাইফস্টক সার্ভিস প্রোপাইটর হুমায়ুন কবির লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ভাস্কর চন্দ্র তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক পিপিএম,উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাহানারা এগ্রো ফার্মের ম্যানেজার মো: আলীম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধা গণ, সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৩০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রাণি প্রদর্শিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর