রাণীংকৈলে বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায়ের সৎকার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

আপডেট: April 18, 2024 |
dsdsddd 7
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীংকৈল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায়ের সৎকার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সিদলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায় (৮৪) বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমন করেন।

পরে দুপুরে সিদলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায়কে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

এ সময় রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ,রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর