কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাঙালি প্রবাসীর মৃত্যু

আপডেট: April 22, 2024 |
pm 11
print news

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে রাস্তা পারাপারের সময় কুয়েতের রাবিয়া নামক স্থানে ইশারা আল কাসেমিতে গাড়ির ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নিহতের নাম আকবর হোসেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শ পাড়া হাদির গো বাড়ির সুলতান আহমদের ছেলে।

নিহতের আত্মীয় সাখাওয়াত হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। শুক্রবার রাতে রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।’

বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা

Share Now

এই বিভাগের আরও খবর