প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

আপডেট: January 1, 2026 |
inbound1987748565634181102
print news

সরকারি চাকরি থেকে অবসরের আনুষ্ঠানিকতা সেরে দুই দিনের মাথায় আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে ফিরছেন অধ্যাপক সায়েদুর রহমান।

তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত মঙ্গলবার ওই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। প্রজ্ঞাপনে এর কারণ ব্যাখ্যা করা হয়নি।

তবে সরকারপ্রধানের দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, প্রশাসনিক নিয়ম মানতে গিয়েই তার পদত্যাগ ও পুনর্নিয়োগের এই জটিলতা করতে হয়েছে।

“বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য থাকা অবস্থায় গত নভেম্বর মাসে সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সরকারি চাকরির মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

“সরকারি চাকরির অবসরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এক মাস আগে বিশেষ সহকারীর পদ থেকে ইস্তফা দেন, যা গত মঙ্গলবার গ্রহণ করা হয়। অবসর গ্রহণের পর সরকার তাকে পুনরায় একই পদে নিয়োগ দিয়েছে।”

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সূত্র: বিডিনিউজ।

Share Now

এই বিভাগের আরও খবর