জনগণের ভোটে চূড়ান্ত বিজয়

আপডেট: May 22, 2024 |
inbound3295846562577249376
print news

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার (২১ মে) শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে  ওয়ানা মার্জিয়া নিতু ৪৫ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

তিনি বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান পরিষদের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মু. সাহিন পেয়েছে ২৯ হাজার ৮৯৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে ছাত্রনেতা ফরিদ আহসান কচিন পেয়েছে ৪১ হাজর ৮৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে এ্যাড. রিফাত হাসান সজিব পেয়েছে ২৫ হাজর ৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছে ৩১ হাজার ৮০৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে হেলেনা বেগম ৩১ হাজার ৩৩৩ ভোট পায়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটার উপস্থিতি কম থাকলেও যার যার ভোট সে এসে নির্বিঘ্নে প্রদান করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো: জহিরুল ইসলাম জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।

উপজেলার মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৭০ জন। ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮০টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩২ দশমিক ১৫ পার্সেন্ট ভোট পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল  বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধ পরিকর ছিল।

ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব, কোস্টগার্ট ও বিজিবি মোতায়েন ছিল।

প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করে। ফলে উৎসবমুখর পরিবেশে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ  সম্পন্ন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর