সোহরাওয়ার্দী  কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

আপডেট: May 31, 2024 |
inbound5470223048619395540
print news

আবিদ হোসেন, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে উদযাপিত হয়েছে রবীন্দ্র- নজরুল জয়ন্তী।

“হৃদয়ে রবীন্দ্রনাথ,   চেতনায় নজরুল” বিষয়টি ধারণ  করে আজকের দিনটি উদযাপন করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী  কলেজের বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে রবীন্দ্র-নজরুল  জয়ন্তী আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম রায়ের  সভাপতিত্তে এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবু আল কাওসারের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয়।

এই সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবীর,  উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন,  বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগসহ অনন্যা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি  শাহরিয়ার রাহাত মোড়ল।  আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সাধারণ  শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এরপর ইংরেজি বিভাগের প্রভাষক তানজিলা ইসলাম রবীন্দ্রনাথের জীবন ও আদর্শ ও বাংলা বিভাগের প্রভাষক  নুসরাত আফরিন সোমা নজরুল এর জীবন ও আদর্শ  নিয়ে আলোচনা করে।

এছাড়াও এখানে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা করা হয়। অনুষ্ঠানের উপস্থাপক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবু আল কায়সার রবীন্দ্রনাথের “দুই বিঘা জমি” আবৃত্তি করেন এবং বাংলা বিভাগের  শিক্ষার্থী শাহপরান নজরুলের “বিদ্রোহী” কবিতা আবৃত্তি করে। এছাড়াও  মীম সরকার ও অদিতি সামসি নৃত্য পরিবেশন করে।

Share Now

এই বিভাগের আরও খবর