ঠাকুরগাঁওয়ে শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট: June 1, 2024 |
inbound1987236453027823964
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শ্বাসরোধ করে শাহানাজ বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ মে) ভোর রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ঘটে।

এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেন-সহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহানাজ বেগম ওই গ্রামের বিশাল রহমানের স্ত্রী।

নিহত ওই গৃহবধূ বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি গ্রামের সাহাজানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন পলাতক আছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি হত্যাকাণ্ড।

ঘটনাস্থল থেকে নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি অন্যকিছু ।

Share Now

এই বিভাগের আরও খবর