কেন্দুয়ায় আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: June 2, 2024 |
inbound3012615902008175048
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল এণ্ড কলেজ) রবিবার (২ জুন) দুপুরে এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশিদা খাতুনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন হিরনের সঞ্চালনায় বক্তব্য দেন, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ, আশা’র নেত্রকোনা জেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার আশিক উল্লাহ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হারুন অর রশিদ, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোখলেছুর রহমান, শিক্ষা সুপারভাইজার পলাশ মিয়া, সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্য মতিউর রহমান রঞ্জন, শিক্ষার্থী অভিভাবক আবু তাহের প্রমুখ।

সভায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মতবিনিময় সভায় উপস্থিত সকল অভিভাবকগণকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করে।

Share Now

এই বিভাগের আরও খবর