কোনাবা‌ড়ি কা‌শিমপুর সড়‌কের সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট: June 5, 2024 |
inbound1345415738327483743
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপু‌রের কোনাবা‌ড়ি – কা‌শিমপুর আঞ্চ‌লিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় এলাকাবাসী বলেন চলতি মাসের মধ্যে কাজ শুরু না করলে ৩০ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হ‌বে ।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির ৭ কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা।

এর আগে সি‌টি কর‌পো‌রেশন সংস্কার কা‌জের উদ্বোধন করা হ‌লেও অজ্ঞাত কার‌ণে তা বন্ধ হ‌য়ে যায় ।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই।

সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। হেটে যাওয়ার মত কায়দা নাই ওই রাস্তা দিয়ে।

মানববন্ধ‌নের আহবায়ক ও গা‌জীপুর সি‌টির ৯ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আনিসুর রহমান মাস্টার জানান, এ আন্দোলন সরকার বিরুধী নয় ।

মানু‌ষের দু‌র্ভোগ লাগ‌বের আন্দোলন। এ মা‌সের ম‌ধ্যে সংস্কার কাজ শুরু করা না হ‌লে ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের সাম‌নে অবস্থান কর্মসুচী পালন কর‌বে এলাকাবাসী ।

এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া থানা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার মুন্নি ও সম্পাদক আগে ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর