রাণীশংকৈলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট: June 9, 2024 |
inbound1296582787292895795
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন (রোববার) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা পরিষদের পুরাতন চেয়ারম্যানদের বিদায় ও নব নির্বাচিত চেয়ারম্যানদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ্ব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরন করে নেওয়া হয় |

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উক্ত বরন সভায় বক্তব্য রাখেন ,নব নির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, উপজেলা আ”লীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ এলবাট, পৌর আ”লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নবাব আলী ও মহাদেব বসাক,সমাজ সেবা কর্মকর্তা আঃ রহিম,কৃষি অফিসার শহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মতিউর রহমান,আবুল কাসেম,আঃ বারি,জিতেন্দ্র নাথ বর্ম্বন, শরৎ চন্দ্র রায়,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সহ সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন পল্লি বিদ্যুৎ অফিসের ডিজি এম নেজামুল হক।

Share Now

এই বিভাগের আরও খবর