পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

আপডেট: June 15, 2024 |
inbound7007677264645885339
print news

কোরবানির ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। আর এতে সেতুতে বেড়েছে টোল আদায়।

শুক্রবার সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে ৪৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে; এর বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মঞ্জুর হোসন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে ছিল লম্বা লাইন। এ পথে প্রাইভেটকার, মাইক্রো, বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে চলছে মোটরসাইকেল।

ভোর থেকে যানবাহনের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। তবে কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতু কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর