সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান

আপডেট: June 17, 2024 |
inbound6712300835601866879
print news

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল পাকিস্তান। তিন ম্যাচে জয়হীন ছিল বাবর আজমের দল। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৬ জুন) টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতেইউ পাক পেসারদের তোপের মুখে দলীয় ৩২ রানে ৬ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে আইরিশরা।

তবে গ্যারেথ ডিলানি ও জস লিটলের ব্যাটে একশো পেরোয় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ অভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে আইরিশরা। ডিলানি ১৯ বলে ৩১ ও লিটল করেন ১৮ বলে ২২ রান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট।

১০৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু পায় পাকিস্তান। তবে এরপর হঠাৎ ছন্দ পতনে টালমাটাল হয়ে যায় পাকিস্তান।

তবে অধিনায়ক বাবরের ব্যাটে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের কষ্টার্যিত জয় পায় পাকিস্তান। বাবর ৩৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। আইরিশদের পক্ষে গ্যারি ম্যাকার্থি নেন ৩টি উইকেট।

Share Now

এই বিভাগের আরও খবর