খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় জয়পুরহাটে যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল


জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা যুবদলের উদ্যোগে মাছুয়া বাজার জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপি’র আহ্বায়ক মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহেনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ,
জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ জুয়েল, তৌফিক, মতিন, যুবদল সদস্য সোহাগ, সেন্জু, মুনির ভুইয়া, সাগর, তারেক ইবনে ফিরোজ, বেলায়েত হোসেন বেনু, লিটন, ইফতাদুল, ইকবাল হোসেন, রুহুল আমীন, বাদশা, মাহবুব, ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত সুব্বাহ, শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ, কলেজ শাখা ছাত্রদলের নাইম, শহর শাখার আলী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কনক, ছাত্রনেতা হাবিব প্রমুখ।
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।