কুষ্টিয়ায় ফেনসিডিলসহ আটক ১ 

আপডেট: June 30, 2024 |
inbound2041574368729952645
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মো. জাব্বার (৪০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

এ সময় জব্দ করা হয়েছে মাদক পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক।

শনিবার (২৯ জুন) প্রেস ব্রিফ্রিং-এ এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

আটক মাদক কারবারি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার আগে ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয় এবং জব্দ করা হয় একটি ইজিবাইক।

র‌্যাব সূত্র জানায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ৫০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) সহ মাদক কারবারি মো. জাব্বারকে আটক করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারকাজে ব্যবহৃত তার ইজিবাইকটি।

সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাব্বার জানিয়েছে।

এঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

Share Now

এই বিভাগের আরও খবর