বগুড়ায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট: July 12, 2024 |
inbound4726614851976967283
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার নবাগত পুলিশ জাকির হাসান এর সাংবাদিকবৃন্দের সাথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়ার পুলিশ ‍সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার জাকির হাসান এর সভাপতিত্বে জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচিতি পর্ব শেষে সম্মানিত সাংবাদিকগণ পুলিশ সুপারকে স্বাগত জানান এবং অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

পুলিশ সুপার জাকির হাসান তিনি তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনণর অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

পুলিশ ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ, বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে।

পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া, মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর