গাজায় এখন যুদ্ধ শেষ করার সময় : বাইডেন

আপডেট: July 12, 2024 |
inbound178919773105949860
print news

মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে। এ সময় বাইডেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি মনে করি, এটাই আমাদের জন্য সুযোগ। এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।’

ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর