পবিত্র আশুরা উপলক্ষে মশানে মিলাদ মাহফিল

আপডেট: July 18, 2024 |
inbound9036639481779937363
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মশান শাহপাড়ায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মোমিন ও হাফেজ মোহাম্মদ শিপন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমিনুল হক মোমিন। এসময় তিনি বলেন, পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক।

কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।

পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক- এ প্রত্যাশা করি।

মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক এসএম জামাল, সোহেল রানা, বিপুল হোসেন, আব্দুল মজিদ, জুয়েল রানা, মনিরুল ইসলাম, নাসিম, মারুফ, আলামিন আসাদুর রহমান সহ অন্যন্যরা।

প্রসঙ্গত, কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’ এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর