বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়-শোডাউন
আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শোডাউন করছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের জড়ো হথে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে।
দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। এ সময় সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এদিকে গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত এক ছাত্রদল নেতার মরদেহ নয়াপল্টনে আনা হয়েছে।