জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

আপডেট: August 8, 2024 |
inbound1716166746022676606
print news

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম পদত্যাগ করেছেন।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেয়া হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম।

বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। এমন অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।

প্রসঙ্গত, ২০১৮ সালে অধ্যাপক নূরুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নিযুক্ত হন। ২০২২ সালের ১ মার্চ তৎকালীন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের মেয়াদ পূর্ণ হলে ২ মার্চ থেকে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছিলেন।

একই বছরের ১৩ সেপ্টেম্বর এক আদেশে তাকে জাবির উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়। সেদিন বিকেলে তিনি উপাচার্যের দায়িত্ব নেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর