অন্তর্বর্তীকালীন সরকারে ২ ছাত্র প্রতিনিধি

আপডেট: August 8, 2024 |
inbound6457434184363105381
print news

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার তিন দিন পর বৃহস্পতিবার (৮ আগস্ট) দায়িত্ব নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেয়ার কথা রয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের।

আর সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। সম্ভাব্য এ তালিকার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি)।

এরা দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এরমধ্যে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহবায়ক এবং নাহিদ সদস্য সচিব।

ঢাবির ডাকসু ভবনের সামনে ২০২৩ সালের ৪ অক্টোবর সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এ ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর