চট্টগ্রাম কারাগারের পরিস্থিতি শান্ত : জেল সুপার

আপডেট: August 9, 2024 |
inbound5614758777132956768
print news

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মনজুর হোসেন জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিস্থিতি শান্ত হয়েছে। কারাগার থেকে কোনো বন্দি পালাতে পারেনি এবং তাদের নির্ধারিত লকআপ বা সেলে নেয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ তথ্য জানান তিনি। এর আগে দুপুর ২টার দিকে কারাগারের কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

সে সময় পুলিশ জানিয়েছিল, বাইরে থেকে একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালায়। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর একটি দল কারাগারে যায়।

জেল সুপার মনজুর হোসেন বলেন, কারাগার থেকে কোনো কয়েদি পলায়নের ঘটনা ঘটেনি। কারাগারের ভেতরে বন্দিরা বিশৃঙ্খলা করে পালিয়ে যেতে চাইলে কারারক্ষীরা তাদের বাধা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন কারারক্ষী আহত নেই বলেও জানান তিনি।

তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত দুইজনকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারা কারাগারের কেউ কিনা কিংবা বন্দি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর