ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট: August 10, 2024 |
inbound5652451831904120691
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

আহত যুবক নাঈম হোসেন (২৫)। তিনি আমজানখোর ইউনিয়নের কলিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

১০ আগষ্ট (শনিবার) সকাল ১১টার সময় উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে গরুর জন্য কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল নাঈম।

এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হয় সাঈদ। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ৪র্থ তলার সার্জারী ওয়ার্ডে ভর্তি করেছেন স্বজনরা।

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হটাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছে। এমনটা আগে হয়নি আমার এলাকার সীমান্ত এলাকাগুলোতে।

Share Now

এই বিভাগের আরও খবর