বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের প্রধানমন্ত্রী

আপডেট: August 15, 2024 |
inbound8085382447254601390
print news

বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ই আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি বলেছেন, “প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি। আমি আশা করব দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেছেন, “১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনাই থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে।

সূত্র: বিবিসি।

Share Now

এই বিভাগের আরও খবর